হোম > ছাপা সংস্করণ

নতুন প্রযুক্তি আনলেন জিৎ

বিনোদন ডেস্ক

বৈশ্বিক চলচ্চিত্র অনেকটাই প্রযুক্তিনির্ভর। শুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন—প্রযুক্তি আমূল বদলে দিয়েছে সিনেমা তৈরির পদ্ধতিকে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমাও প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে। এবার টালিউডের বাংলা সিনেমার পর্দায় নতুন বিষয় দেখাতে যাচ্ছেন জিৎ। তিনি নিয়ে এসেছেন বিশেষ প্রযুক্তির এক উন্নত ক্যামেরা। যার নাম ‘সিনেবট’। কী এই ক্যামেরার বিশেষত্ব? এটি বিশেষ ধরনের রোবট ক্যামেরা। মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম। দ্রুতগতির এই ক্যামেরা চরিত্রদের আরও কাছে হাজির করে। জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এর শুটিংয়ের জন্য এ ক্যামেরা নিয়ে এসেছেন অভিনেতা।

হলিউডে অনেক আগে থেকেই সিনেবট ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। এখন অবশ্য বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায়ও এ প্রযুক্তির প্রবেশ ঘটেছে। তবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম টালিউডে ব্যবহৃত হচ্ছে সিনেবট। ‘বুমেরাং’ কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা। তাই শুটিংয়ের টেকনোলজিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। অ্যাকশন দৃশ্যের প্রয়োজনে তৈরি করা হয়েছে একটি বিশেষ সুপারবাইক।

অভিনেতা জিৎ বলেন, ‘এখন যুগটাই গতির। দর্শকদের জন্য সব সময় নতুন কিছু আনতে ভালো লাগে আমার। এবারও তার ব্যতিক্রম নয়। এ সিনেমায় একটা ফিউচারিস্টিক সুপারবাইক দেখা যাবে, যা পুরোপুরি কাস্টম মেড। সিনেবট ক্যামেরাও আমরা প্রথম ব্যবহার করছি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো দেখা যায়নি। শুটিং করার সময় বিশেষ সিনেম্যাটিক অভিজ্ঞতা আমরা খুব উপভোগ করেছি। আশা করছি দর্শক যখন সিনেমাটি দেখবেন, তাঁদেরও ভালো লাগবে।’

‘বুমেরাং’ সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। নতুন প্রযুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘সিনেবট অনেক দিন ধরেই ফিল্মে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাংলা সিনেমায় আগে ব্যবহার হয়নি। সিনেমাটি সাইফাই গোত্রের। তাই অ্যাকশন দৃশ্য, নাচের দৃশ্য—যেসব দৃশ্যে অনেক চরিত্র আছে, সিনেবটে এসব দৃশ্যের শুটিং করতে অনেক সুবিধা হয়েছে। আমাদের জন্য বিষয়টি প্রথম দিকে কঠিন ছিল। কারণ প্রথম ব্যবহার করছিলাম। এখন অনেক সহজ হয়ে গেছে। এই প্রথম আমরা এমন ফিউচারিস্টিক বাইক নিয়ে এসেছি। বিশেষজ্ঞদের একটি দলের পরামর্শ মতো আমরা এই বাইকটি তৈরি করেছি। যা এর আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায়নি। সিনেমাটি অবশ্যই দর্শকদের নজর কাড়বে।’

এ সিনেমায় জিতের নায়িকা হিসেবে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। আরও আছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। কল্পবিজ্ঞাননির্ভর সিনেমার সংখ্যা টালিউডে কম। নতুন এসব প্রযুক্তি ‘বুমেরাং’ সিনেমাকে আরও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করবে বলেই মনে করছেন নির্মাতারা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন