বিনোদন ডেস্ক
বৈশ্বিক চলচ্চিত্র অনেকটাই প্রযুক্তিনির্ভর। শুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন—প্রযুক্তি আমূল বদলে দিয়েছে সিনেমা তৈরির পদ্ধতিকে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমাও প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে। এবার টালিউডের বাংলা সিনেমার পর্দায় নতুন বিষয় দেখাতে যাচ্ছেন জিৎ। তিনি নিয়ে এসেছেন বিশেষ প্রযুক্তির এক উন্নত ক্যামেরা। যার নাম ‘সিনেবট’। কী এই ক্যামেরার বিশেষত্ব? এটি বিশেষ ধরনের রোবট ক্যামেরা। মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম। দ্রুতগতির এই ক্যামেরা চরিত্রদের আরও কাছে হাজির করে। জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এর শুটিংয়ের জন্য এ ক্যামেরা নিয়ে এসেছেন অভিনেতা।
হলিউডে অনেক আগে থেকেই সিনেবট ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। এখন অবশ্য বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায়ও এ প্রযুক্তির প্রবেশ ঘটেছে। তবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম টালিউডে ব্যবহৃত হচ্ছে সিনেবট। ‘বুমেরাং’ কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা। তাই শুটিংয়ের টেকনোলজিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। অ্যাকশন দৃশ্যের প্রয়োজনে তৈরি করা হয়েছে একটি বিশেষ সুপারবাইক।
‘বুমেরাং’ সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। নতুন প্রযুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘সিনেবট অনেক দিন ধরেই ফিল্মে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাংলা সিনেমায় আগে ব্যবহার হয়নি। সিনেমাটি সাইফাই গোত্রের। তাই অ্যাকশন দৃশ্য, নাচের দৃশ্য—যেসব দৃশ্যে অনেক চরিত্র আছে, সিনেবটে এসব দৃশ্যের শুটিং করতে অনেক সুবিধা হয়েছে। আমাদের জন্য বিষয়টি প্রথম দিকে কঠিন ছিল। কারণ প্রথম ব্যবহার করছিলাম। এখন অনেক সহজ হয়ে গেছে। এই প্রথম আমরা এমন ফিউচারিস্টিক বাইক নিয়ে এসেছি। বিশেষজ্ঞদের একটি দলের পরামর্শ মতো আমরা এই বাইকটি তৈরি করেছি। যা এর আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায়নি। সিনেমাটি অবশ্যই দর্শকদের নজর কাড়বে।’