হোম > ছাপা সংস্করণ

রিকশাচালকদের স্মারকলিপি

সিলেট সংবাদদাতা

সিলেট নগরীতে বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। মহানগর ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করেন নেতারা।

গতকাল সোমবার দুপুরে পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক গ্রহণ ও বিতরণ শাখায় স্মারকলিপি পেশ করা হয়। প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, আমরা সিলেটের রিকশা-ইজিবাইকের মালিক ও শ্রমিকেরা দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালিয়ে অত্যন্ত পরিশ্রম করে উপার্জন করে পরিবারের খরচ চালিয়ে আসছি। বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে আমাদের পরিবারের সদস্যরা অর্ধাহারে অনাহারে কোনো রকমে দিন যাপন করছে।

এমন প্রেক্ষাপটে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যে আদালত থেকেও ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দেশব্যাপী প্রায় ১ কোটি ৫০ লাখ রিকশা মালিক ও শ্রমিকের মধ্যে বৃহত্তর সিলেটের প্রায় ১০ লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ সব মালিক ও শ্রমিক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকার যখন উন্নয়নের রোল মডেল, তখন রিকশাশ্রমিক মালিকদের সঙ্গে এ আচরণ অত্যন্ত অমানবিক। প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার প্রতি সহনশীল ও নিজ এলাকার রিকশা চালকের কষ্ট দেখে চালককে চাকরির ব্যবস্থা করে দেন। তারই ধারাবাহিকতায় রিকশা শ্রমিক ও মালিকদের বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের সুযোগ করে দেওয়া সময়ের অপরিহার্য দাবি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন