তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জমি নিয়ে চলমান বিরোধ নিরসনে উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের উপস্থিতিতে মালশিরা গ্রামের সাঁওতাল পল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সবুর, সারুয়ার হোসেন, আলিফ হোসেন ছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীনসহ জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার নেতা উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাত দিনের মধ্যে উভয়পক্ষকে নির্ধারিত বেশ কিছু শর্তে সমঝোতার নির্দেশ দেওয়া হয়েছে।