হোম > ছাপা সংস্করণ

খুলনায় হয়নি কমপ্লেক্স বিপাকে পর্যটকেরা

শামিমুজ্জামান, খুলনা

খুলনায় উদ্যোগ নেওয়ার ৫২ বছর পরও নির্মিত হয়নি পর্যটন কমপ্লেক্স। কমপ্লেক্স না থাকায় এখানে পর্যটন করপোরেশনেরও নেই কোনো কার্যক্রম। সরকারি সুযোগ-সুবিধা না থাকায় খুলনায় আসা পর্যটকদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। এদিকে পর্যটন করপোরেশন বলছে, জমি পেলেও আর্থিক সংকটের কারণে কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি।

জানা গেছে, খুলনায় আসা বেশির ভাগ পর্যটকের আগ্রহ সুন্দরবন। পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এবং পর্যটনশিল্পের বিকাশে ১৯৭০ সালে খুলনায় কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য নগরীর খুলনা-যশোর মহাসড়কের মুজগুন্নিতে ৪ দশমিক ৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা মোটেল ও ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পর্যটন করপোরেশন।

২০১৫ সালে জমিটির চারপাশে বাউন্ডারি, বিপিসির সাইনবোর্ড এবং দেখভাল করার জন্য একটি গার্ডরুম করা হয়। সেখানে নিয়োগ দেওয়া হয় একজন কেয়ারটেকার। তারপর আর কোনো অগ্রগতি নেই। নেই পর্যটন করপোরেশনের কোনো কার্যক্রমও।

এদিকে সুন্দরবনকেন্দ্রিক পর্যটকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা না থাকায় বিপাকে পড়েন পর্যটকেরা। বাধ্য হয়ে তাঁদের ছুটতে হয় বেসরকারি ট্যুর অপারেটরের কাছে। তবে সেখানেও হোঁচট খেতে হয় তাঁদের। কথা হয় মো. আরিফুজ্জামান নামে এক পর্যটকের সঙ্গে। তিনি চট্টগ্রাম থেকে খুলনায় এসেছেন, যাবেন সুন্দরবনে।
আরিফুজ্জামান বলেন, পর্যটন করপোরেশনের কার্যক্রম না থাকায় ট্যুর অপারেটরদের ওপর নির্ভরশীল থাকতে হয়। তাঁরা যা বলেন তা মেনে নিতে হয়। কিন্তু পর্যটন করপোরেশনের কার্যক্রম বা তাদের মোটেল থাকলে সুবিধা হয়। আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এ দিবসকে ঘিরে খুলনায় একটি মোটেল নির্মাণের দাবি তুলেছেন অনেকে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক কচি জমাদ্দার বলেন, পর্যটন করপোরেশনের কার্যক্রম না থাকায় ট্যুর অপারেটররা তথ্য আদান-প্রদানে নানা সমস্যায় পড়েন।

এদিকে পর্যটন করপোরেশন বলছে, আর্থিক সংকটের কারণে অধিগ্রহণ করা জমিতে কিছু করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের এস্টেট ম্যানেজার আব্দুর রহমান বলেন, ‘ওই জমিতে ২০১৫ সালে পাঁচ তারকা মোটেলসহ স্থাপনা নির্মাণে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বিশেষজ্ঞ দল দিয়ে সমীক্ষা করা হয়। তারা ইতিবাচক রিপোর্ট দেয়। পরবর্তী সময় আর্থিক সংকটের কারণে বেশি দূর এগোনো সম্ভব হয়নি। তবে পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে এখানে পর্যটন কমপ্লেক্স গড়ে তোলার।’ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন করপোরেশনের কার্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন