হোম > ছাপা সংস্করণ

রাশিয়ায় এখনো বেশ চাঙ্গা পুতিনবাদ

আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরু হয়। এর পর থেকে এক দিনের জন্যও নিস্তার মেলেনি ইউক্রেনের সাধারণ নাগরিকদের। ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। মারিউপোলের বেশির ভাগ জায়গা মুছে গেছে মানচিত্র থেকে। অন্যদিকে রুশ সেনাদেরও চরম মূল্য দিতে হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষক নাথান হজের মতে, রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ এগিয়ে না গেলেও এখনো ভালোভাবেই টিকে আছে ‘পুতিনবাদ’।

পেন্টাগন সম্প্রতি জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ৭০-৮০ হাজার রুশ সেনা হতাহত হয়েছেন। এই অনুমান যদি সত্য হয়, তাহলে বলতে হবে, সোভিয়েত আমলে আফগানিস্তানে এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধেও দেশটির এত সেনা হতাহত হননি। যদিও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এই রাশিয়ার তুলনা করা ঠিক না-ও হতে পারে। তবে হতাহতের ব্যাপারটি দেশটির জন্য ভাববার বিষয়। ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ছেই, এই ভাবনা তো রয়েছেই।

এসব ছাপিয়ে বড় একটি জায়গায় এগিয়ে আছেন পুতিন। এখনো এই যুদ্ধের পক্ষে সমর্থন দিচ্ছেন বেশির ভাগ রুশ নাগরিক। এঁদের অনেকেই সাম্রাজ্য ফিরে পেতে চালিয়ে যাচ্ছেন প্রচার। এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। রাষ্ট্রীয় জরিপকারী প্রতিষ্ঠান ডব্লিউসিআইওএম এবং স্বতন্ত্র সংস্থা লেভাদা বলছে, এখনো পুতিনের জনপ্রিয়তা ৮০ শতাংশের বেশি। জুনের এক জরিপ বলছে, ৭২ শতাংশ রুশ এই হামলাকে সমর্থন দিচ্ছেন। নাথান হজ বলছেন, এর জন্য বিশেষ প্রচার চালাতে হচ্ছে পুতিনকে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন