বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। ‘তোরে লইয়া যাইমু ঢাকা’ শিরোনামের গানটি লিখেছেন কামরুল নান্নু। মুরাদ নূরের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, ‘গতানুগতিকের বাইরে একটি হিপহপ গান করলাম। গানটিতে টিনএজ একটা ফিল আছে। ঢাকার শহরের ঐতিহ্যবাহী আর দর্শনীয় স্থানগুলো উঠে এসেছে গানের কথায়। শ্রোতাদের বেশ ভালো লাগবে। নতুন এস ডি রুবেলকে খুঁজে পাবেন গানে।’
তোরে লইয়া যাইমু গানের ভিডিও প্রকাশ পাবে এস ডি রুবেল ফাউন্ডেশন ও নূর ক্রিয়েশনসের ইউটিউব, ফেসবুক চ্যানেলসহ একাধিক ডিজিটাল মাধ্যমে। এদিকে কোরবানির ঈদের পরেই মুক্তি পাবে এস ডি রুবেল পরিচালিত প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী রুবেল। তিনি বলেন, ‘জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমার পরিচালিত প্রথম সিনেমা বৃদ্ধাশ্রম মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি। চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক মেসেজ দিতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
পরিচালনার পাশাপাশি বৃদ্ধাশ্রম সিনেমায় অভিনয় করেছেন এস ডি রুবেল। তাঁর বিপরীতে আছেন চিত্রনায়িকা ববি হক। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সিনেমার গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।