হোম > ছাপা সংস্করণ

যে মেলায় শুধু নারীদের পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লম্বা বারান্দার দুই পাশেই একের পর এক স্টল। কোনো স্টলে আছে পোশাকের সমাহার, কোনোটিতে শোভা পাচ্ছে নানান অলংকার আবার অনেক স্টল ভরে আছে নারীদের সাজসজ্জা আর চামড়ার পণ্যে। একই ছাদের নিচে নারীদের সব পণ্য নিয়ে আয়োজিত মেলার এসব স্টল ঘিরে ছিল নানান বয়সের তরুণ–তরুণীদের ভিড়। ফলে বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছিলেন নারী উদ্যোক্তারা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ের ডালিয়া হলে গিয়ে দেখা গেছে এমন চিত্র। সেখানে অর্ধশতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পোশাক প্রদর্শনী ও লাইফস্টাইলের আয়োজন ‘গ্র্যান্ড স্প্রিং ফেস্ট ২০২২’।

ওমেন কনসেপ্ট নামের নারী উদ্যোক্তাদের একটি পেজ এই মেলার আয়োজন করেছে। মেলায় মিডিয়াপার্টনার হিসেবে রয়েছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। টাইটেল স্পনসর হিসেবে আছে ইস্পাহানী ব্লেন্ডার্স চয়েস, ইভেন্ট পার্টনার হিসেবে আছে লামোর ইভেন্ট প্ল্যানার। মেলায় ঢাকা ও চট্টগ্রামের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা বানানো পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

মেলা প্রাঙ্গণে কথা হয় ওমেন কনসেপ্টের অ্যাডমিন নিঝুম খানের সঙ্গে। তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মূল্যে শপিংয়ের আমরা এই আয়োজন করেছি। প্রথম দিনেই বেশ সাড়া পেয়েছি। আশা করছি সামনের দুদিনে আরও সাড়া পাব।’

দুপুরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমেন কনসেপ্টের অ্যাডমিন নিঝুম খান, নিকিতা খান, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার প্রমুখ।

আগামীকাল পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা মেলায় প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলায় প্রতিদিন বিনা মূল্যে মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটো বুথ, বেস্ট সেলার অ্যাওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‍্যাফেল ড্রসহ নানান আকর্ষণ রাখা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন