জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই সুরকার ও সংগীত পরিচালক এক হলেন এক গানে। শওকত আলী ইমনের সুরে গাইলেন ইমন সাহা। আরটিভির ‘বাংলার গায়েন’ রিয়েলিটি শোর জন্য ‘আমি বাংলার গায়েন’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সেই গানেই কণ্ঠ দিয়েছেন ইমন সাহা, সঙ্গে আছেন আঁখি আলমগীরও।
গানটি লিখেছেন জাকির মাস্টার। এবারই প্রথম শওকত আলী ইমনের সুর ও সংগীতে গান গাইলেন ইমন সাহা। পুরো গানটি প্রচার করা হবে ‘বাংলার গায়েন’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে।