হোম > ছাপা সংস্করণ

হাইওয়ে থানায় হামলার ঘটনায় ৭ যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় হামলা মামলায় সাত যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁদের গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে থানায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

জামাল পাশা বলেন, গত ১২ ডিসেম্বর রাতে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন আমজাদ সরদারের পাটকল মাঠ এলাকায় মাহফিলের আয়োজন করে স্থানীয়রা। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বিতর্কিত বক্তা আবু ত্বহা ওয়াজ করার কথা। কিন্তু কোতোয়ালি থানা-পুলিশ আবু ত্বহাকে ওয়াজ মাহফিলে না আনার জন্য মাহফিলের আয়োজকদের অনুরোধ করে। পাশাপাশি আয়োজকদের বলা হয়, আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে; আবু ত্বহা ওয়াজে অংশ নিতে পারবেন না।

রোববার মাহফিলের মঞ্চ থেকে বলা হয়, আবু ত্বহাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসতে দেয়নি। তাঁদের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে উপস্থিত থাকা জনতা হাইওয়ে থানায় হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পরদিন ওই থানার দায়িত্বরত কর্মকর্তা ও থানা ভবনের মালিক বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলা দায়েরের পর কোতোয়ালি থানা-পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালায়। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সজীব ব্যাপারী (২২), রাফি মোল্লা (১৮), পারভেজ (২১), আকাশ শেখ (২২), সোহেল (১৮), রাকিব মাতুব্বর (২০) ও সাজ্জাদকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলেই হামলার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন