মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অভিযান চালিয়ে ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বোতলের গায়ে লেখা মূল্য মুছে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখায় এসব জব্দ করা হয়। এ সময় পাঁচটি দোকানের ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। এ সময় বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় একটি মুদি দোকান থেকে ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দ সয়াবিন তেল স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সঙ্গে ছিলেন বাজার মার্কেটিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, অসাধু ব্যবসায়ীরার বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। যা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।