হোম > ছাপা সংস্করণ

বিশ্বকাপে যশোরের মেঘলা

যশোর প্রতিনিধি

দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন যশোরের মেয়ে সানজিদা আক্তার মেঘলা। গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) ১৬ সদস্যের দল ঘোষণা করে। বিশ্বকাপে স্থান পাওয়ায় ২০ বছরের এই বাঁহাতি স্পিনারকে নিয়ে আনন্দের জোয়ার বইছে যশোর ক্রীড়া অঙ্গনে।

যশোর সদরের চাঁচড়া ডালমিল এলাকার মেয়ে সানজিদা আক্তার মেঘলা নিজেও উচ্ছ্বসিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে। জানালেন, একাদশে খেলার সুযোগ পেলে নিজের সেরটাই দেবেন দেশের জন্য।

আগামী ৫ মার্চ বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় থাকা মেঘলা ইতিমধ্যে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে তুলে নিয়েছেন তিনটি উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে ১১ রানে ২ উইকেট এখন পর্যন্ত তাঁর সেরা বোলিং ফিগার।

মেঘলা ২০১৯ বাংলাদেশের পাকিস্তান সফরে প্রথম দলে ডাক পান। ওই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে শুরু হয় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি যশোর শহরের মেয়ে সানজিদা আক্তার মেঘলার। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন।

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পাওয়া নিয়ে সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন থেকে দলের সঙ্গে আছি। বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ পেয়েছি। এখন একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন