হোম > ছাপা সংস্করণ

সামান্য বৃষ্টিতেই নগরে হাঁটুপানি, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোরে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে। তা ঘণ্টার পর ঘণ্টা থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরের নিচু এলাকার বাসিন্দারা। ভোগান্তির শিকার হন অফিসগামীরা।

চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে খালে বাঁধ দেওয়ার কারণে গত বৃহস্পতিবার সকালে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন নগরবাসী। তাঁদের অভিযোগ, বাঁধের কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হয়। মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার শেষ রাতের দিকে এবং সকালে এই বৃষ্টিপাত হয়।’

এই বৃষ্টিতেই গতকাল নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বংশাল রোড, আরসি চার্চ রোড, চুরিয়ালটুলী, ডাক্তার মান্নান গলি, আলকরণ ২ ও ৩ নম্বর গলি, ষোলশহর ২ নম্বর গেট, বাকলিয়া, ডিসি রোড, চান্দগাঁও আবাসিক এলাকায় পানি জমে যায়। এ সময় এসব এলাকার অধিকাংশ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে।

এ সম্পর্কে জানতে চাইলে নগরের ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা জহির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে দেখি বাসার সামনের সড়কে হাঁটুপানি। ভোরের সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ ভবনের নিচতলায় পানি ঢুকে যায়।’

সকালে হাঁটুপানি মাড়িয়ে অফিসে গিয়েছেন চকবাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ঈদের পর আজ (গতকাল) অফিস খুলেছে। সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখি সড়কে হাঁটুপানি। রিকশা না পেয়ে, জুতা হাতে নিয়ে ওই পানি পার হয়েছি। খাল ও নালা জ্যাম হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামসের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন