আজকের পত্রিকা ডেস্ক
বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এসেছে বরিশালের শিশুরা। তারা নিজেদের আঁকা ছবি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় ছুটছে। ছবি বিক্রির এ টাকা তারা জমা দেবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। খুদে শিল্পীদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণ শিল্পীরাও।
গতকাল শুক্রবার সকাল থেকে চারুশিল্পীদের দলটি মাঠে নেমেছে। শিল্পীদের দলটিকে দেখা যায় নগরের হাসপাতাল রোডে। বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে ঘুরে ঘুরে তারা ছবি বিক্রি করছে। শুধু ছবি নয়, এই শিশুরা পথচারী, ব্যবসায়ীসহ সব পেশার মানুষের কাছে বন্যার্ত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছে।
শিশুশিল্পীদের নেতৃত্ব দিচ্ছেন চিত্রশিল্পী তাপস কর্মকার। তিনি বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিশুশিল্পী ৫০টি ছবি এঁকেছে। এসব ছবিই তাঁরা ঘুরে ঘুরে বিক্রি করছে।’
টিফিনের টাকা দিয়ে সাহায্য: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রমজান আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের জমানো টাকা নিয়ে বন্যাকবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীরা প্রায় ১০ হাজার টাকা তুলে দিয়েছে।