সিলেট সংবাদদাতা
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহরে মহানগর পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন, উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপকমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, ক্রিশ্চিয়ান মিশন, নয়াসড়কের সভাপতি প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, ক্রিশ্চিয়ান মিশন, নয়াসড়কের প্রতিনিধি মাইকেল রঞ্জন বিশ্বাস, ইন্মনূয়েল ব্যাপ্টিস্ট চার্চ, শিবগঞ্জ, লাকরিপাড়া সিলেটের প্রতিনিধি, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস প্রমুখ।