হোম > ছাপা সংস্করণ

সেতুর সংস্কার শেষ হবে কবে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর টঙ্গী-আবদুল্লাহপুর সেতু ভেঙে যাওয়া অংশে চলছে সংস্কারকাজ। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যান চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল বন্ধ করে চলছে সেতু সংস্কার। গত দুই দিনের টানা বৃষ্টিতে সংস্কারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাঁদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ দিনের মধ্যে এ সংস্কারকাজ শেষ হবে।

সেতুটির কিছু অংশ ভেঙে যাওয়ায় কয়েক দিনে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারী কয়েক লাখ যাত্রী। তবে বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারের পর জানতে পেরে দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা ও পথ পরিবর্তন করে চলছে যানবাহন।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সেতুটিতে চলছে সংস্কারকাজ। সেতুটির ওপর ও নিচের অংশে সমানতালে চলছে সংস্কার।

ঢাকাগামী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী-আবদুল্লাহপুর সেতু পর্যন্ত যানবাহনের জটলা তুলনামূলক কম ছিল। তবে দেশের উত্তরাঞ্চলে প্রবেশের জন্য আবদুল্লাহপুর থেকে কামারপাড়া-টঙ্গী-মুন্নু গেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এ যানজটে দুর্ভোগ কমাতে গাজীপুর ও আশপাশের জেলাগুলো থেকে রাজধানীতে আসা অধিকাংশ যাত্রী রেলপথকেই বেছে নিয়েছেন।

তানজিলা জোহোর রাজধানীর নিকুঞ্জে একটি বেসরকারি কোম্পানির প্রধান কার্যালয় চাকরি করেন। গাজীপুরের ধীরাশ্রম থেকে বাসে নিকুঞ্জ যাতায়াত করতেন তিনি। সেতু ভাঙায় দুর্ভোগ কমাতে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে বিমানবন্দর স্টেশনে যান তিনি। পরে বাসে যান কর্মস্থলে।

গতকাল রাত আটটার দিকে টাঙ্গাইল থেকে বাসে করে আবদুল্লাহপুর এসেছেন হোসাইনুর রহমান মনির। তিনি বলেন, আশুলিয়া থেকে আবদুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। আবদুল্লাহপুর থেকে কামরাপাড়া-টঙ্গী সংযোগ সড়কে গাজীপুরগামী গাড়ির চাপ বেশি থাকায় গত শুক্রবার থেকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, টঙ্গী থেকে ঢাকায় যেতে রেলে যাত্রীর সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।

শৌখিন পরিবহনের বাসচালক মিজান বলেন, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশে তেমন যানজট দেখা যায়নি। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাজধানীর হাউস বিল্ডিং থেকে কামারপাড়া পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে ২ ঘণ্টারও বেশি।

ভেঙে যাওয়া সেতুর সংস্কার দ্রুতগতিতে চলছে। বেইলি সেতু দিয়ে ঢাকামুখী যানবাহনগুলো রাজধানীতে প্রবেশ করছে। গত দুই দিনের বৃষ্টিপাতে সংস্কারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ১০ দিনের মধ্যে সেতু সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিআরটি প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মো. মহিরুল ইসলাম খান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের পরিদর্শক (টিআই) শাহাদাত হোসেন বলেন, ‘মুন্নু গেট-কামারপাড়া সংযোগ সড়কে যানজট আছে। সোমবার সকালে ও সন্ধ্যার পর সড়কে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের উত্তরাঞ্চলে যানবাহন টঙ্গী-আবদুল্লাহপুর বেইলি সেতু দিয়ে রাজধানীতে প্রবেশ করায় এ সড়কে যানজট কমে এসেছে। তবে মহাসড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার ভোরে টঙ্গী-আব্দুল্লাহপুর সেতুর কিছু অংশ ভেঙে যায়। এরপর ভাঙা অংশে স্টিলের পাত ফেলে সেতুর এক অংশ দিয়ে যান চলাচল শুরু হয়। তবে পরে অন্য অংশেও ভাঙন দেখা দিলে গত বৃহস্পতিবার থেকে যান চলাচল বন্ধ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন