কাউনিয়া প্রতিনিধি
নারীর মর্যাদা অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বীর মক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের ছয়টি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাহমিনা। এতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, বিএম কলেজের অধ্যক্ষ শাহ রেজাউল করিম প্রমুখ।
ইউএনও তাহমিনা বলেন, ‘নারীর মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বেগম রোকেয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়িত হবে। বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে।’
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, নারী-পুরুষের সমান অংশীদারত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।