মধুপুর প্রতিনিধি
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনকে ফুল, ফল ও ঔষধি গাছের চারা উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা। গত বুধবার সন্ধ্যায় তাঁরা ইউএনওর কার্যালয়ে এসব উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক মো. ইমরান হোসেন, সদস্যসচিব মো. লাল মিয়া, খন্দকার শহিদুল ইসলাম লিটন, শেখ সোহরাব হোসেন, খন্দকার সাব্বির আহমেদ, বাবলু সরকার, মনিরুল হক মটু, কামাল হোসেন, রাবেয়া সুলতানা, বিউটি, হ্যাপী প্রমুখ।
শামিমা ইয়াসমীন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান। তাঁরা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আপনারা তাঁদের সন্তান হিসেবে দেশের কল্যাণে নিবেদিত থাকবেন। বাল্যবিবাহ রোধ, মাদক নির্মুল, যানজট নিরসন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশ নেবেন বলে আশা করছি।’