হোম > ছাপা সংস্করণ

আশ্রয়ণকেন্দ্রে নান্দনিক সবজির খামার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর দেওয়া হয়েছিল। সেখানের বাসিন্দারা তাঁদের আঙিনায় নান্দনিক সবজি বাগান গড়ে তুলেছেন। সৌন্দর্যের পাশাপাশি বিষমুক্ত নিরাপদ ও সতেজ সবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের পুষ্টি নিশ্চিত করার জন্য এ বাগান করেছেন বলে জানান তাঁরা।

গতকাল রোববার উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামে বঙ্গবন্ধু পল্লি-১-এর ৩ নম্বর ঘরের বাসিন্দা সাথী বেগম, ৫ নম্বর ঘরের শারমিন, ৮ নম্বর ঘরের জালাল শেখ ও ১৭ নম্বর ঘরের রাজিয়া বেগম জানান, সবজির দাম বেশি হওয়ায় তাঁরা অনেকে মিলে পতিত জমিতে আটটি সবজি খামার তৈরি করে নিজেদের চাহিদা পূরণ করছেন। তাদের এ কাজে বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।

কৃষি অফিসের লোকজন মাঝে মধ্যে বাগান পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বলে জানান সেখানকার বাসিন্দা শারমিন বেগম।

বাগানের অংশীদার আশুরা বেগম বলেন, গোবর সার দিয়ে নিরাপদ উপায়ে তাঁরা সবজি চাষ করছেন। নিজেদের প্রয়োজন মতো তা যখন-তখন খেতেও পারছেন। ভবিষ্যতে কৃষিজমি পেলে সবজিখেত বড় করতে চান বলে জানান তিনি।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাঁদের পুষ্টি নিশ্চিত করতে কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করে আটটি সবজি প্রদর্শনী প্লোট করে দেওয়া হয়েছে। এখানে উৎপাদিত ফসল দরিদ্র মানুষের পুষ্টিমান বৃদ্ধিতে সহায়তা করবে। একই সঙ্গে অন্যরাও এটা দেখে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন