গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার গভীর রাতে তাঁকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।
এসআই বিশ্বজিত ঘোষ বলেন, রোববার গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে রুবেল সিকদারের সঙ্গে তাঁর স্ত্রী রোজিনা বেগমের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রীর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
তিনি আরও বলেন, সকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক রুবেল সিকদারকে আটকের জন্য অভিযান চলছে।
হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী নিহতের ফুপাতো বোনের মেয়ে শিশু স্বর্ণা বলে, রাতে রুবেল সিকদারের সঙ্গে তাঁর স্ত্রী রোজিনা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে রোজিনা বেগমকে মারধর করে। পরে গলায় মাফলার পেঁচিয়ে মুখে পাড়া দিয়ে হত্যা করে রুবেল সিকদার রাতে পালিয়ে যান।
নিহতের ফুপাতো বোন জোসনা বেগম বলেন, সকালে ঘরে গিয়ে রোজিনাকে লেপমুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেন। এ সময় ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে লেপ সরিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এলাকাবাসীকে জানালে তাঁরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।