হোম > ছাপা সংস্করণ

বিরলে বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন কম

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে পাকতে শুরু করেছে লিচু। তবে সময়মতো এবার বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন কম হয়েছে। উৎপাদন কম হলেও ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।

বিরল উপজেলার লিচুর খ্যাতি দেশজুড়ে। উপজেলায় এবার ২ হাজার ৫ দশমিক ৫০ হেক্টর জমিতে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি, কাঁঠালি ও বেদানা জাতের লিচুর চাষ হয়েছে। তবে অন্যবারের তুলনায় এবার ফলন কম বলেন জানান চাষিরা। পোকা দমন ও ভালো ফল পেতে ভিটামিন ও কীটনাশক স্প্রে করেছেন আগে থেকেই।

চাষি পরিমল চন্দ্র রায় জানান, গত বছর এই সময় ছিল লিচুর ভরা মৌসুম। ভালো দাম না পাওয়ায় গতবার অনেক লোকসান হয়েছিল। এবারে লিচুর মুকুল প্রথম দিকে ভালো থাকায় লাভের আশা করছিলাম। কিন্তু মাঝে ঠিকমতো বৃষ্টি না হওয়ায় কিছু মুকুল ঝরে যায়। যেটুকু ফল আছে তাতেই পূরণ হয়ে যাবে। আশা করি ভালো দাম পাব।

লিচু কিনতে আসা মোতালেব হোসেন বলেন, এবার বিরলে লিচুর অবস্থা ভালো। তাই ব্যবসাও ভালো হবে। আগেভাগেই লিচুর গাছ কিনতে এসেছি।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলছেন, এবার লিচুর মুকুল পর্যাপ্ত দেখা গেলেও সময়মতো বৃষ্টিপাত না হওয়া ও প্রচণ্ড দাবদাহে কিছুটা ফল কম হয়েছে। গতবার লিচুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল হেক্টরে ৫ দশমিক ৫ মেট্রিক টন। এবার ৫ দশমিক ৬ মেট্রিক টন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন