বাগেরহাট প্রতিনিধি
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ভার্চ্যুয়ালি এ শপথ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর পাঠ করানো এই শপথ পাঠ করতে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিকেল তিনটা থেকে উপচে পড়া ভিড় ছিল। বিভিন্ন শ্রেণি-পেশার ১০ হাজারের বেশি মানুষ এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে দাবি আয়োজকদের।
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম ছাড়া ৮টি উপজেলা সদর, ৭৫টি ইউনিয়নসহ সুন্দরবনের দুবলার চর শুঁটকি পল্লির জেলেরাও প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশগ্রহণ করেন।