গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ইছালি এলাকার পূবাইল-জয়দেবপুর সড়কে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত অটোরিকশাচালকের নাম রমজান ভুঁইয়া (৩২)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মহাজনপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকার আব্দুল আজিজুলের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন রমজান।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকাল ১০টার দিকে ইছালি সেতু এলাকায় পূবাইল-জয়দেবপুর সড়কের সেতুর পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি বলেন, আশপাশে অনেক খুঁজেও অটোরিকশাটি পাওয়া যায়নি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করার পর হত্যাকারীরা অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
মহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ প্রস্তুত করছেন। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।