হোম > ছাপা সংস্করণ

বিয়ের নামে প্রতারণার ফাঁদ, আটক ৩

চৌগাছা প্রতিনিধি

যশোর সদরে বিয়ের নামে প্রতারণার ফাঁদে ফেলে অন্তত ২৫টি পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার ভোরে সদরের নরেন্দ্রপুর থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মিজানুর রহমান গাজী (৩৫), তাঁর দুই সহযোগী ইবরাহিম ওরফে কালু ঘটক (৪৫) ও মকবুল গাজী (৪০)। মিজানুর রহমান মনিরামপুরের মোনসেবপুর, মকবুল গাজী হরিদাশ কাঠি এবং কালু ঘটক খেদাপাড়া মাঝিলি গ্রামের বাসিন্দা।

কোতোয়ালি থানার পরিদর্শক বি এম আলঙ্গীর হোসেন বলেন, ‘প্রতারক চক্রটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিত্তশালী কোন বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, সেগুলো খুঁজে ওই মেয়ের পরিবারের মোবাইল নম্বর জোগাড় করত। আর নিজের কণ্ঠ পরিবর্তন করে মেয়েদের পরিবারের সঙ্গে আলাপ করে আস্থা অর্জন এবং সম্পর্ক তৈরি করতেন মিজানুর গাজী। তিনি কখনো নিজেকে সেনা সদস্য, কখনো বিজিবি, কখনো পুলিশ, আবার ব্যবসায়ী পরিচয়ও দিতেন। মোবাইল ফোনে আলোচনা করে বিয়ে প্রায় ঠিকঠাক এমন সময়, ‘‘বিপদে পড়েছি’’, ‘‘অনেক ক্ষতি হয়ে যাবে’’ ইত্যাদি বলে যার কাছ থেকে যা পারতেন নগদ টাকা হাতিয়ে নিতেন। এ প্রতারণার কাজে সব ধরনের সহযোগিতা করতেন কালু ঘটক ও মকবুল।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘প্রতারক চক্রটি এ পর্যন্ত ২৪-২৫ পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রাম থেকে একটি পরিবারের কাছ একই কৌশলে টাকা হাতিয়ে নেয় চক্রটি। এমন অভিযোগ পেয়ে প্রযুক্তি ব্যবহার করে চক্রটিকে ধরা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন