যশোর প্রতিনিধি
প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার তিনতলা এ ভবনটি উদ্বোধন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জেলা শহরের গাড়ি খানা রোডে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক এ কমপ্লেক্স।
এলজিইডি সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের নিচের দুই তলায় ১৮৪ স্কয়ার ফুটের ১২টি দোকান থাকবে। এ ছাড়া তৃতীয় তলায় অফিস কক্ষ, গ্রন্থাগার কাম জাদুঘর ও সম্মেলন কক্ষ থাকবে। তা ছাড়া ভবনের প্রবেশ মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা। চলতি বছরের শুরুতে এর কাজ শেষ হলেও যশোর মুক্ত দিবসে কমপ্লেক্সটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।