বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড ক্রিপটিক ফেইট। দেড় যুগ পর গত রোববার স্পটিফাইতে প্রকাশ পেয়েছে ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ‘নয় মাস’। সর্বশেষ ২০০৬ সালে প্রকাশ পেয়েছিল তাদের তৃতীয় অ্যালবাম ‘দানব’। নয় মাস অ্যালবামে আছে ৯টি গান। সব কটি গান তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। গানগুলো হলো ‘ভোরের অপেক্ষা’, ‘কালবৈশাখী’, ‘বিদায়ের গান’, ‘মহড়া’, ‘আক্রমণ’, ‘বিচ্ছু’, ‘মিত্র’, ‘বুদ্ধিমত্তা’ ও ‘রাতের শেষ’। গানগুলো লিখেছেন শাকিব চৌধুরী।
নতুন অ্যালবাম নিয়ে ক্রিপটিক ফেইটের দলনেতা ও ভোকাল শাকিব চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ৯ মাসকে আমরা যদি ৯টি ভাগে ভাগ করি, তাহলে অনেকগুলো গল্প পাওয়া যায়। ২৫ মার্চের কালরাত দিয়ে শুরু হয়। এরপর যুদ্ধে যাওয়া নিয়ে মানুষের মধ্যে সংশয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলের যুদ্ধে যাওয়া, বর্ডারের ওপারে ট্রেনিং নিতে যাওয়া, ট্রেনিং শেষে পাকিস্তানিদের ওপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ, যুদ্ধ নিয়ে জর্জ হ্যারিসন, অ্যান্থনি মাসকারেনহাসের মতো বিদেশিদের কথা বলা, বুদ্ধিজীবীদের হত্যা এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন। অ্যালবামে ৯টি গান থাকলেও গল্প একটাই। শ্রোতাদের একটা জার্নিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা। ধারাবাহিকভাবে গানগুলো শুনতে হবে এমন নয়। তবে যাঁরা ধারাবাহিকভাবে শুনবেন, তাঁরা একটা জার্নির মধ্য দিয়ে যাবেন।’
এই অ্যালবামের বিদায়ের গানে ক্রিপটিক ফেইটের সঙ্গে গেয়েছেন অর্থহীনের সুমন। এই বিষয়ে শাকিব চৌধুরী বলেন, ‘ক্রিপটিক ফেইটের চলার প্রথম দিন থেকে সুমন ভাই আমাদের পাশে ছিলেন, সাহস জুগিয়েছেন। আমার নিজের একটা স্বপ্ন ছিল তাঁর সঙ্গে গান গাওয়ার। এ গানটি দিয়ে আমাদের সেই স্বপ্ন সত্যি হলো।’
২০১৩ সালে শুরু হয়েছিল নয় মাস অ্যালবামের কাজ। শেষ করতে সময় লেগেছে ১১ বছর। কেন এত দেরি, জানতে চাইলে শাকিব বলেন, ‘সমস্যাটা ব্যান্ডের সবার। আমরা একটু অলস। এ ছাড়া ব্যান্ডের চারজনের তিনজনই চাকরিজীবী। ফুলটাইম চাকরি করে ব্যান্ড করাটা কঠিন। তবু এত সময় নেওয়ার জন্য আমরা শ্রোতাদের কাছে লজ্জিত।’
নয় মাস অ্যালবামে ক্রিপটিক ফেইটের লাইনআপে ছিলেন সরফরাজ (গিটার), ফারহান (গিটার), রাফা (ড্রামস) ও শাকিব (ভোকাল)। এই অ্যালবামে ক্রিপটিক ফেইটের সঙ্গে শেষ কাজ করেছিলেন রাফা। গত বছর ক্রিপটিক ফেইট ছেড়ে অ্যাভয়েড রাফা নামের নতুন ব্যান্ড গড়েন তিনি।
স্পটিফাইয়ের পর গতকাল রাতে ক্রিপটিক ফেইটের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামের প্রথম গান ভোরের অপেক্ষা। প্রতিদিন একটি করে গান প্রকাশ পাবে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে।