ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বন্ধুর ছুরির আঘাতে অপর বন্ধু মঈনুল ইসলাম (১৮) আহত হয়েছেন। তিনি উপজেলার আনারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং চিকাশি টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ধুনট-মালোপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মোহনপুর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুক হোসেন ও সিরাজুল ইসলামের ছেলে সাব্বির আহম্মেদের সঙ্গে মঈনুলের বন্ধুত্বের সম্পর্ক। গত মঙ্গলবার দুপুরের পর মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে মঈনুলের সঙ্গে তাঁদের মনোমালিন্য হয়।
বুধবার সকালের দিকে মঈনুলকে তাঁর বাড়ি থেকে ডেকে নেন ফারুক ও সাব্বির। ধুনট-মালোপাড়া সড়কের সেতুর কাছে নিয়ে মঈনুলকে ছুরিকাঘাত করেন তাঁরা।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।