হোম > ছাপা সংস্করণ

ব্যস্ত মহাসড়কে নির্মাণসামগ্রী

শাহীন আলম, দেবিদ্বার

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে এ সড়কে। তার ওপর মহাসড়কের নানা জায়গা দখল করে পাথর, রড ও বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে যানজট বাড়ছে আরও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কের ওপর এভাবে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। এ ছাড়া এসব নির্মাণ সামগ্রীর কারণে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের সড়ক দিয়েই হাঁটা-চলা করতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট পান বাজার ভেতরের রাস্তার এক অংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অপর অংশের নির্মাণকাজের সামগ্রীগুলো রাখা হয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপরের একটি অংশে। কোম্পানীগঞ্জ থেকে আসা মোটরসাইকেল চালক শাহ জালাল দুপাশে যানজট থাকায় পাথরের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। অল্পের জন্য একটি ট্রাক্টরের নিচে পড়া থেকে রক্ষা পান তিনি।

মো. হোসেন, আবদুস সালাম ও ইমন খান নামে কয়েকজন পথচারী বলেন, বালু-পাথরে স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় যানবাহন উল্টে যেতে পারে। এ মহাসড়কে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের হাজার হাজার যানবাহন যাতায়াত করে। এখানে কোনো দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটলে এর দায় কে নেবে?

নিউমার্কেট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু কালাম, জসিম উদ্দিন ও সফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, পান বাজারের রাস্তার নির্মাণকাজ ঢিলেঢালাভাবে হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনায় কোনো পথ পাচ্ছেন না। কিছু ব্যবসায়ী কাঁচা বাজারের ভেতরে বসেছেন আবার কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে বসেছেন। ভেতরের বাজারে মানুষ আসা-যাওয়া করতে পারছেন না। এতে তাঁদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। রাস্তার কাজ ধীর গতিতে হওয়ায় বাজারে ভিটা নিয়েও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ সময় দ্রুত রাস্তাটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখার বিষয়টি স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মিলেনিয়াম ডেভেলপমেন্টে স্বত্বাধিকারী বাহার উদ্দিন বাহার। তিনি বলেন, জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে।

ট্রাফিক পরিদর্শক মো. নুরে আলম বলেন, যানজট নিরসনে ট্রাফিকের একাধিক টিম কাজ করলেও কোনো কাজেই আসছে না। নির্মাণ সামগ্রীর কাছে এসে যান চলাচলের গতি ধীর হয়ে যায়। এতে পেছনের দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে।

দেবিদ্বার পৌরসভার প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। কাজের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লায় ল্যাবে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিপোর্ট এলেই কাজ শুরু হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন