সিলেট সংবাদদাতা
সিলেটের জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটককৃতরা হলেন নাজিম উদ্দিন (৪২), কনু মিয়া (২৮), ফারুক আহমদ (৫৪) এবং মোতাহের হোসেন (৩৩)।
পুলিশ জানায়, জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও গ্রাম থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও টাকা জব্দ করা হয়।
পরে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩–৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।