হোম > ছাপা সংস্করণ

শিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসায় নারী ফুটবল দল

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে দেশবাসীর প্রত্যাশাটা আগে থেকেই তৈরি হয়েছে। পুরো খেলায় এগিয়ে থাকা সাবিনাদের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করেছেন সবাই। চূড়ান্ত বিজয়ে সোশ্যাল মিডিয়া যেন রূপ নিয়েছিল শুভেচ্ছা খাতায়। টেলিফোনেও নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে।

নায়ক শাকিব খান শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা। আমাদের মেয়েরা ইতিহাস সৃষ্টি করেছে। এগিয়ে যাও।’

অভিনেত্রী জয়া আহসান ব্যস্ত তাঁর সিনেমা ‘বিউটি সার্কাস’-এর প্রচারে। নারী ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে পুরো সিনেমা টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ ছাড়া নিজের ফেসবুক পেজে হাতে আঁকা একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে লেখা— ‘দাবায়া রাখতে পারবা না।’

বরেণ্য অভিনেত্রী শিমূল ইউসুফ লিখেছেন, ‘জয় বাংলা। অভিনন্দন বাংলাদেশের মেয়েদের। আমরাই শ্রেষ্ঠ ফুটবলের মাঠে।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘টুপিখোলা অভিবাদন বাঘিনীর দল!’

অভিনেতা মামনুন ইমন বলেছেন, ‘মেয়েদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আমরা সিনেমায় আর্মি, র‍্যাব, পুলিশের বীরত্ব দেখেছি। এখন হলে চলছে আমার অভিনীত “বীরত্ব” সিনেমা, যেখানে আমরা একজন ডাক্তারের বীরত্ব দেখেছি। এবার আমরা নারী ফুটবলারদের বীরত্ব দেখলাম। অভিনন্দন বোনেরা।’

অভিনেতা নিরব বলেছেন, ‘ক্রিকেটে বাংলার বাঘের গর্জন শুনেছে বিশ্ব। এবার ফুটবলে শুনলাম বাঘিনীর গর্জন। এই গর্জনে আমাদের হৃদয় আন্দোলিত হয়েছে। অভিনন্দন বাঘিনীরা।’

পরীমণি বলেছেন, ‘আমার দেশের নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, সফল হচ্ছে। আমাদের ফুটবলাররা যে সাফল্য এনেছে, তা আমাদের গর্বিত করেছে। আমরা আমাদের বাঘিনীদের নিয়ে গর্বিত।’

অভিনেত্রী নাদিয়া আহমেদ বলেছেন, ‘মেয়েদের জেতা সাফের ট্রফিটার ওজন কত হবে? চার-পাঁচ কেজি? দাম কত হবে? লাখখানেক টাকা? এবার এর সঙ্গে যোগ করেন- এলাকার মানুষের কটুকথা, বাবা-মায়ের বকুনি, সংসারের অভাব-অনটন, বিয়ের তাড়া, দিনের পর দিন কঠোর পরিশ্রম, হাজারো না পাওয়া। এবার ওজন করেন ট্রফিটা, চেষ্টা করেন ট্রফিটা তোলার! আর জয়টাও এভারেস্টের দেশ নেপালের বিপক্ষে! বাংলাদেশের এই মেয়েদের জন্য ট্রফিটা এভারেস্ট জয়ের মতোই!’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী খেলা দেখেছেন একমাত্র কন্যা ইলহামকে নিয়ে। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি ও আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরা খেলা দেখেছি, হইচই করেছি, চিৎকার করেছি। জানি না ও কিছু বুঝতে পারল কি না বা বড় হয়ে মনে থাকবে কি না, তবু বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকল সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনী, বাধা ডিঙিয়ে যে পথে তোমরা চলছ, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’

এ ছাড়া নারী ফুটবল দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অভিনয়শিল্পী পূর্ণিমা, অরুণা বিশ্বাস, ঐশী, মীর সাব্বির, সাইমন সাদিক, রওনক হাসান, আরিফিন শুভ, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, আসিফ আকবর, ইমরানসহ প্রায় সব তারকা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন