টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীর ঝিনাই নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীপাড়ের ফসলি জমি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কিছু ব্যক্তির যোগসাজশে ঝিনাই নদ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ীতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত আব্দুল মালেক নামে এক ব্যক্তি বলেন, ‘ধনবাড়ীর স্বপন মিয়াসহ কয়েকজনের সঙ্গে কথা বলে মাটি কাটছি। সরিষাবাড়ীতে একটি ক্লাবের অফিস করার জন্য মাটির প্রয়োজন বিধায় ওই এলাকা থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে।’ ক্লাবের ওই মাটি ভরাটের জন্য ২ লাখ ৬৫ হাজার টাকা চুক্তি নিয়েছেন বলে জানান তিনি।
ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবহিত হয়েই আমি অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছি। প্রত্যন্ত গ্রামীণ জনপদের ওই স্থানে গিয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
জানা গেছে, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়ার ঝিনাই নদ থেকে নিয়মিত ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে।
বালিভদ্র ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘নদী থেকে প্রতিবছরই শুষ্ক মৌসুমে একটি চক্র বালু বিক্রি করে। এতে করে স্থানীয়রা ক্ষতির মুখে পড়েন। বালু উত্তোলন বন্ধের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।’