রয়টার্স, ওয়াশিংটন
চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গাকারীদের একজনকে ৬৩ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির একজন কেন্দ্রীয় বিচারক। ওই দিন পুলিশকে লক্ষ্য করে কাঠের তক্তা ও একটি অগ্নিনির্বাপণ যন্ত্র ছোড়ার অভিযোগে রবার্ট স্কট পালমার নামের এ ব্যক্তিকে এ শাস্তি দেওয়া হয়েছে, যা ওই ঘটনায় এ পর্যন্ত সর্বোচ্চ সাজা।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ঘোষণা দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কংগ্রেস সদস্যের মধ্যে বৈঠক চলাকালে এ কাণ্ড ঘটান পালমার। এ ধরনের অপরাধ গুরুতর বলে মন্তব্য করেছে দেশটির বিচার বিভাগ।
গত ১৭ মার্চ গ্রেপ্তার করার পর ৪ অক্টোবর পালমারকে দোষী সাব্যস্ত করে ২ হাজার ডলার জরিমানা এবং ৩ বছরের বাধ্যতামূলক জেলের রায় দেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। গত ৬ জানুয়ারির ঘটনায় এ পর্যন্ত ৭০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।