জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ভবন উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম কলকলিয়া বাজারে সরকারি দেড় শতাংশ জায়গা দখল করে ভবন নির্মাণকাজ শুরু করেন।