হোম > ছাপা সংস্করণ

খালে বাঁধ দিয়ে মাছ চাষ বিপাকে বোরোচাষিরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় একটি সরকারি খালের একাংশের মালিকানা দাবি করে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এতে সিডর ও আইলা বিধ্বস্ত এ জনপদের দুই শতাধিক চাষি এবার বোরো চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন। খাল থেকে নিয়মিত পানি ওঠা-নামা করতে না পারা এবং পানি সংরক্ষণ করতে না পারায় ওই চাষিদের বোরো চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে।

জানা গেছে, উপজেলার সাউথখালি ইউনিয়নের রায়েন্দা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের ভাই মো. কামরুল ইসলাম শরণখোলা ৩৫ / ১ পোল্ডারের স্লুইসগেট সংলগ্ন এলাকায় সরকারি খালের একাংশ নিজের দাবি করে বাঁধ দিয়ে মাছের ঘের করেন। এতে খাল দিয়ে ঠিকমতো পানি ওঠা-নামা করতে না পারায় ওই এলাকায় বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। ভুক্তভোগী চাষিরা দ্রুত এই বাঁধ কেটে খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।

স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুজ্জামান খান বলেন, আমি অর্ধশত বোরোচাষির স্বাক্ষরিত লিখিত অভিযোগ দরখাস্ত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, মাঠের জলাবদ্ধতা নিরসনে এবং বোরো ও আমনচাষিদের জন্য খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তিস্বার্থে এটিতে বাঁধ দিয়ে মাছের ঘের করা হয়েছে, যা খামখেয়ালিপনা ছাড়া কিছুই না।

সাউথখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, খালে বাঁধ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। এটি একটি স্বেচ্ছাচারিতা। এ খাল চাষিদের সুবিধার্থে পরিষদের মাধ্যমে বহুবার কাটা হয়েছে।

অভিযুক্ত মো. কামরুল ইসলাম বলেন, অনৈতিকভাবে কিছু করা হয়নি। পৈতৃক জমিতে মাছের চাষ করেছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসীম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে বিবাদমান খালটি পরিদর্শন করা হয়েছে। বিবাদীর মালিকানাধীন কিছু জমি খালের মধ্যে রয়েছে, তাই তিনি বাঁধ দিয়ে মাছের চাষ করেছেন।

তবে চাষিদের স্বার্থে তাঁর বাঁধ কেটে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা উচিত। তাঁরা জনস্বার্থে বাঁধ কেটে দেওয়ার জন্য মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন