জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য করোনার টিকাদান কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, মেডিকেল অফিসার খোকন সাহা, এটিএম শাফায়াত শামস রকি, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল দিনব্যাপী প্রায় ১ হাজার ৭০০ পরীক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হয়।