হোম > ছাপা সংস্করণ

কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্না

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বলিউডের দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী পর্না। সম্প্রতি ভারতের কলকাতা ও মুম্বাই শহরে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়। কলকাতায় রেকর্ড হওয়া কুমার শানুর সঙ্গে গাওয়া দ্বৈত গানটির শিরোনাম ‘আমি বড় ভালোবাসি তোমায়’। গানটির কথা ও সুর করেছেন দোলন মৈনাক। অন্যদিকে, মুম্বাই শহরে উদিত নারায়ণের সঙ্গে যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘তুমি রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’। এ গানটিও দোলন মৈনাকের লেখা ও সুর করা।

দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত পর্না। তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে ওনাদের মতো শিল্পীদের সঙ্গে গাইতে পেরেছি। যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে দ্বৈত গান করা স্বপ্নের মতো। এটা আমার সংগীত ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি। আমি ভীষণ গর্ববোধ করছি। রেকর্ডিংয়ের সময় দুজনই আমাকে শিখিয়ে দিয়েছেন গানটি কীভাবে গাইতে হবে, কতটুকু দম দিতে হবে—এমন খুঁটিনাটি অনেক কিছু। পরবর্তী সময়ে এমন আরও একটি গান করার ইচ্ছা জানিয়েছেন উদিতজি।’

পর্না জানান, দুটি গানেরই ভিডিও নির্মাণের কাজ চলছে। শিগগিরই গান দুটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।

চলতি বছর মুক্তি পাওয়া ‘রেডিও’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন পর্না। আরিফ ইকবালের কথায় ‘প্রাণের প্রদীপ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উৎসবে প্রদর্শিত হয়েছে রেডিও। সিনেমার গানের জন্য কলকাতায় প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন পর্না।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন