হোম > ছাপা সংস্করণ

সিলেট ভেন্যুর খেলা শুরু আজ

সিলেট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২০২২’-এর সিলেট ভেন্যুর খেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

এ উপলক্ষে গতকাল বুধবার জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, সিলেট জেলা স্টেডিয়ামে কাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামী ২৩ ফেব্রুয়ারি আবাহনী বনাম মোহামেডান, ২ মার্চ রহমতগঞ্জ বনাম উত্তর বারিধারা ক্লাব, ৬ মার্চ আবাহনী বনাম সাইফ স্পোর্টিং, ১২ মার্চ রহমতগঞ্জ বনাম বাংলাদেশ পুলিশ, ১৮ মার্চ রহমতগঞ্জ বনাম স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ৩ এপ্রিল আবাহনী বনাম বসুন্ধরা কিংস, ৭ এপ্রিল আবাহনী বনাম উত্তর বারিধারা ও ৮ এপ্রিল রহমতগঞ্জ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এ ভেন্যুতে মোট ৯টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার সিলেট ভেন্যুতে প্রথমবারের মতো মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে সিলেটে দুটি দল মুখোমুখি হয়নি।

সংবাদ সম্মেলনে লিগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানিয়েছেন মাহি উদ্দিন সেলিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, ইমজা সভাপতি মঈনউদ্দিন মঞ্জু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া ও সিরাজ উদ্দিন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন