মৌলভীবাজার প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে মৌলভীবাজারে। খেটে খাওয়া মানুষের কাজ না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। গতকাল সোমবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে সারা দিন চলে অবিরাম। বৃষ্টি ও কনকনে বাতাসের ফলে সব শ্রেণি-পেশার মানুষ এক প্রকারের গৃহবন্দী হয়ে পড়েন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি।
দিনমজুর সোহরাব আলী বলেন, ‘প্রতিদিন সকালে কাজে যেতাম, ৫০০ থেকে ৬০০ টাকা রোজে; কিন্তু একটানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারিনি। প্রতিদিনের রোজগার থেকে প্রতিদিন বাজার করি, আজ (গতকাল) ধারকর্জ করতে হবে।’
ভাসমান ফল ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘আমি রিকশা-ভ্যানে করে ফল বিক্রি করি, এই টাকায় সংসার চলে। একটানা বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডায় বের হতে পারিনি।’
রিকশাচালক রইছ উদ্দীন বলেন, ‘প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার করি। আজ (গতকাল) দুপুর পর্যন্ত ৯০ টাকা রোজগার হয়েছে। একে তো বৃষ্টি ও ঠান্ডা বাতাস, এর মধ্যে বৃষ্টিতে ভিজে গেছি পুরাই।’