নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি অর্থবছরের চার মাসে রাজস্ব আয়ে ১৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। তবে চার মাসে লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর এখনো ৮ হাজার ৭৫৩ কোটি টাকার রাজস্ব ঘাটতিতে রয়েছে। গতকাল মঙ্গলবার এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে মাত্র ২ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল এনবিআর। চলতি অর্থবছরে এ ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠছে সংস্থাটি। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে শুল্ক খাত থেকে। এ খাতে ২১ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আদায় হয়েছে ২৬ হাজার ৪০৪ কোটি ২৪ লাখ টাকা। আয়কর খাতে ১৪ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে আর রাজস্ব আদায় হয়েছে ২৩ হাজার ৬৬৯ কোটি ৩৫ লাখ টাকা। আর এ সময়ে ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ। আর রাজস্ব আয় হয়েছে ২৯ হাজার ২৭৯ কোটি ৪০ লাখ টাকা।