বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় তেলবাহী (ফার্নেস অয়েল) ‘এম টি মনোয়ারা’ নামের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার সকালে একটি ডুবোজাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো এখনো সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনাকবলিত জাহাজ পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী। মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ১ হাজার ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। গত শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশে রওনা হয়।
জাহাজের মালিক আবুল কালাম বলেন, ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় তাঁরা জাহাজটিকে খুলনার উদ্দেশে পাঠান। ঘটনাস্থলে ডুবোজাহাজের মার্কিং না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ডুবোজাহাজের ধাক্কায় জাহাজের পানি সংরক্ষণের ট্যাংকার ছিদ্র হয়েছে। তবে তেলের ট্যাংকারের কোনো ক্ষতি হয়নি। একটি খালি জাহাজে কিছু তেল অপসারণ করে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। এ জন্য একটি খালি জাহাজ পাঠানো হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, ডুবোজাহাজের ধাক্কায় তেলবাহী একটি জাহাজের একটি অংশ ফেটে গেছে। ফেটে যাওয়া অংশটিতে পানি ছিল। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো এখনো স্বাভাবিক রয়েছে। তাঁরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা খালি জাহাজ পাঠিয়ে কিছু তেল অপসারণ করে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেবে। তবে মোংলা বন্দরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।