ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ইউপি নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই পুনর্নির্বাচন হয়। নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ নির্বাচনের কেন্দ্র ছিল।
এই নির্বাচনে সমান ভোট পাওয়া সদস্য প্রার্থী নুর আলম এবং আবু হোসেন মাতুব্বর প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের প্রতীক ছিল যথাক্রমে মোরগ এবং ফুটবল। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৪৫৩। তার মধ্যে ৮৩৩ ভোট পড়েছে। এতে আবু হোসেন মাতুব্বর ফুটবল প্রতীক নিয়ে ৪৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী নুর আলম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, নাসিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুজন সাধারণ সদস্য প্রার্থীর ভোট সমান হওয়ায় মঙ্গলবার পুনরায় ভোট হয়। নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
গত ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। এ নির্বাচনে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী সমান ভোট পান।