সিলেট প্রতিনিধি
হাওরের সব বিষয়কে সম্পৃক্ত করে হাওর ব্যবস্থাপনা আইন প্রণয়ন, হাওরগুলোতে হাওর ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠনসহ কয়েকটি দাবি জানানো হয়েছে।
সিলেটে উৎপাদন ও জীববৈচিত্র্যে জলাভূমির অবদান এবং হাওরের ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
মানুষ ও প্রকৃতির জন্য জলাভূমি-প্রতিপাদ্যে গতকাল রোববার সিলেট নগরীর একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। হাউস ও হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলা কমিটি সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, পিআইসি প্রথা ভেঙে পাউবো আগের মতো ঠিকাদারি প্রথার মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধে হস্তক্ষেপ করবে না। পিআইসি থাকবে, পিআইসি বাতিল করা হবে না। হাওরের ফসল রক্ষা বাঁধের জন্য পিআইসি হাওরের কৃষকদের সমন্বয়েই গঠন করা হবে।
হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলার উপদেষ্টা শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশার পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। বিশেষ অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহসভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার চৌধুরী।
এএলআরডি সহযোগিতায় সেমিনারে বক্তব্য দেন, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আফজাল হোসেন, সুয়েবুর রহমান, আশিস রহমান, পীর জুবায়ের, সায়াদ হোসেন সবুজ প্রমুখ।