সিলেট প্রতিনিধি
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট সিটি করপোরেশন (সিসিক) চত্বরে নির্মিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ ‘প্রস্ফুটিত ফুল’।
গতকাল শনিবার বিকেলে নগর ভবন চত্বরে এই সৌধের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর আব্দুল মহিত জাবেদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ সিটি করপোেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।