হোম > ছাপা সংস্করণ

সাক্ষ্যগ্রহণ পেছাল এক দিন

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়ে আজকে নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ছিল এই মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন। এ দিন সকালেই কারাগার থেকে আসামিদের মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। তবে কার্যক্রম শুরুর পর আসামিপক্ষের আইনজীবীরা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। পাশাপাশি আদালতে আসামিদের হাজির করতে দেরি করা ও কারাগারের রেফারেন্সের কারণে একদিন পেছানো হয় সাক্ষ্যগ্রহণ।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াসহ পাঁচ পুলিশ সদস্যকে।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী জানান, বিচারক আব্দুর রহিম মামলার বাদী নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নীকে এজলাসে ওঠানোর পর আসামিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করেন।

পরে রিট পিটিশন দাখিলের কপি আদালতে জমা দিলে ও আসামি আদালতে হাজির করতে দেরি করায় এবং একজন আইনজীবী মারা যাওয়ায় কোর্ট রেফারেন্সের কারণে সাক্ষ্য গ্রহণের তারিখ আগামীকাল (আজ) নির্ধারণ করা হয়।

এর আগে ২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলায় পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন।

গত ১৮ এপ্রিল শুনানি শেষে প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে পুলিশের পাঁচ সদস্য জেল-হাজতে ও কথিত এক সাংবাদিক পলাতক রয়েছেন।

অভিযুক্তরা হলেন বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ এবং ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।

২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পরদিন রায়হান আহমদের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন