বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা গানে নতুন স্বাদ এনে দিয়েছে কোক স্টুডিও বাংলা। একের পর নতুন সংগীতায়োজনে প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজনে আরও বেশি প্রশংসা কুড়াচ্ছে প্ল্যাটফর্মটি। এবার কোক স্টুডিও বাংলা নিয়ে এসেছে কালজয়ী ‘ঘুড্ডি’ সিনেমার গান ‘ঘুম ঘুম’।
কিংবদন্তি সুরকার লাকী আখান্দের প্রতি সম্মান জানিয়ে কোক স্টুডিও বাংলা গতকাল প্রকাশ করল নতুন গান ‘ঘুম ঘুম’। গানটি গেয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু দাশ শুভ।
মূল গানটি কাওসার আহমেদ চৌধুরীর লেখা, লাকী আখান্দের সুর করা এবং শাহনাজ রহমতুল্লাহ্র গাওয়া। ব্যবহৃত হয়েছিল ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘুড্ডি’তে। পাকিস্তান থেকে দেশে ফেরার পর ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহ্র প্রথম গান। জনপ্রিয় এই চলচ্চিত্রটি সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে।
এই কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সঙ্গে জ্যাজ সংগীতকে মিলিয়েছে কোক স্টুডিও বাংলা।জ্যাজের জাদুর সঙ্গে নস্টালজিয়ার মিশ্রণে তৈরি হয়েছে চমৎকার এক সুর।
গানের শিল্পী ফাইরুজ নাজিফা বলেন, ‘লাকী আখান্দ্ ও শাহনাজ রহমতুল্লাহর মতো কিংবদন্তি শিল্পীদের সৃষ্টি করা গান কাভার করব জানতে পেরে খুব ভালো লাগছিল। এই গানের প্রতি সুবিচার করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
শুভেন্দু দাশ শুভ বলেন, ‘যেকোনো কালজয়ী গানে কাজ করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা শিল্পীরা এ রকম চ্যালেঞ্জ সব সময় উপভোগ করি। এই সিজনের জন্য নানা ধারার গান নিয়ে কাজ করা আমাদের পরিকল্পনায় ছিল এবং দর্শক-শ্রোতাদের সামনে জ্যাজ গান পরিবেশন করতে আমি খুবই আগ্রহী ছিলাম। ফাইরুজ থেকে শুরু করে এই গানের সঙ্গে জড়িত ক্যামেরার সামনের ও পেছনের শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন।’