হোম > ছাপা সংস্করণ

বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিদ্যালয়টির অভিভাবক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ১৩ জুন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হান্নান মোল্লা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়া বিদ্যালয়ের জনতা ব্যাংকের কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বান্ধাবাড়ী জেবিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল হালিমের বিরুদ্ধে বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাধ্যমে সালিস বৈঠক হয়। সালিসে আব্দুল হালিমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়েছিল। সেই টাকা তুলে আব্দুল হালিমকে দিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল হালিম বলেন, অন্যায়ভাবে তাঁর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা তিনি বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। সেই টাকা প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সাবেক সভাপতি হান্নান মোল্লা তাঁকে ফেরত দেননি।

ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লা বলেন, যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে সেহেতু আইনের মাধ্যমেই ফয়সালা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মামলার কপি তিনি পেয়েছেন। নির্ধারিত তারিখের মধ্যেই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন