আজকের পত্রিকা ডেস্ক
ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসনকে দুষছেন স্থানীয় নেতারা। তবে প্রশাসন বলছে, রাজনীতি করা তাদের কাজ না, তাদের কাজ অপরাধ দমন করা।
গত বৃহস্পতিবার বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে কোতোয়ালি থানা আওয়ামী লীগের আয়োজনে জনতা ব্যাংকের লাবলু চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ।
এ সময় তিনি বলেন, ‘ফরিদপুর আওয়ামী লীগের মধ্যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। প্রশাসনের মধ্যে কিছু লোক এই ত্রাসের কাজে সহযোগিতা করছেন। ফরিদপুর আওয়ামী লীগের মধ্যে আপনারা যে বিশৃঙ্খলা তৈরি করছেন তার জবাব আপনাদের দিতে হবে।’
তিনি এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আগে দল ছিল দুটি, আর এখন প্রশাসনের কারণে দলের গ্রুপ সংখ্যা অসংখ্য। সুতরাং প্রশাসন ভাইদের অনুরোধ করব; দলের ভেতর আপনারা গ্রুপিং তৈরি করবেন না।’
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, দপ্তর সম্পাদক অনিমেষ রায় প্রমুখ বক্তব্য দেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘প্রশাসনের কাজ অপরাধ দমন করা। কেউ অপরাধ করলে শাস্তি দেওয়া। রাজনীতি করা প্রশাসনের কাজ না। কেউ রাজনৈতিক পায়দার জন্য প্রশাসনকে দোষ দিতে পারে। কিন্তু প্রশাসন এই দায় কেন নেবে?’