মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা পৌরসভার হাজীপাড়া এলাকায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে আল্পনা গোলদার মরিয়ম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার আসিফ গোলদারের মেয়ে।
স্বজনেরা জানান, মরিয়ম তার দাদির সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ইজিবাইকে করে চিলা ইউনিয়নের হলদিবুনিয়া ফুফুর বাড়ি যাচ্ছিল। পথে হাজীপাড়া সড়কে অসাবধানতাবশত ইজিবাইকের মোরের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়মের দাদি লুৎফা বেগম বলেন, ‘মরিয়মকে নিয়ে তার ফুপুর বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু এমন ভাগ্য আমার, মরিয়মের মৃতদেহ নিয়ে ফিরতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।’