হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
সব সময় এসএসসিতে পাসের হার কম থাকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের। এবার চট্টগ্রাম বোর্ডে এই বিভাগ থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে। এর প্রভাব পড়েছে বোর্ডের সামগ্রিক ফলাফলে। মানবিক বিভাগে পাসের হার বেড়ে যাওয়ায় এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু মানবিক বিভাগের পাসের হার বৃদ্ধিই নয়, ছাত্রীদের পাসের হার বৃদ্ধি, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাসের হার বৃদ্ধিও এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে প্রভাব ফেলেছে।
জানতে চাইলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম বোর্ডের অধীনে যে তিনটি পার্বত্য জেলা আছে, যেখানে সব সময় পাসের হার কম থাকে। কিন্তু পিছিয়ে পড়া এসব জেলায় এবার পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ছাত্রী ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হারও বেড়েছে।
এবার নির্ধারিত সময়ে পরীক্ষা হয়নি। গত ১৪ নভেম্বর সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। যে কারণে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফলে তেমন একটা পার্থক্য হয়নি। এবার মানবিক বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। বিজ্ঞানে ৯৬ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল মাত্র ৭৫ দশমিক ৮৪ শতাংশ। এবার এ বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। গত বছরের তুলনায় ২১ দশমিক ৬৩ শতাংশ বেশি শিক্ষার্থী পাস করেছে।
পার্বত্য তিন জেলায় দেখা গেছে, গতবার বান্দরবানে পাসের হার ছিল ৭৩ দশমিক ২৮ শতাংশ, এবার এই হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। খাগড়াছড়িতে গতবার পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ, এবার ৮৪ দশমিক ১৯ শতাংশ। রাঙামাটি জেলায় গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার যা ৮৬ দশমিক ৮৩ শতাংশ।
এ ছাড়া গতবার ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৬০ শতাংশ। এবার এই হার বেড়ে ৯১ দশমিক ৯৯ শতাংশ হয়েছে।