ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতীকী অনশন করা হয়েছে।
গতকাল রোববার জেলা আইনজীবী সমিতির সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন জেলার জাতীয়তাবাদী আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আয়োজনে অনশন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দূল হালিম, সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।
অনশন ভঙ্গ করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান।
গতকালের ওই প্রতীকী অনশনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বক্তারা বলেন, খালেদা জিয়া সাবেক সফল প্রধানমন্ত্রী। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বর্তমান সরকার ভুল করছে। যদি তাঁর কিছু হয় তাহলে সরকার এ দায় এড়াতে পারবে না। তাই বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান।