ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতের ম্যাচে জয় পেয়েছে ফেবারিট দলগুলো। ফেবারিটদের জয়ের মাঝেও ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট ভাগাভাগি করেও অবশ্য নিজেদের ভাগ্যবান ভাবতে পারে ওলে গুনার সুলশারের দল। এই ম্যাচে হারতেও পারত তারা। তবে দলে একজন ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন বলে রক্ষা! ধারাবাহিকতা ধরে রেখে আরেকবার খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছেন তিনি।
এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করেন রোনালদো। এমনকি এই আতালান্তার বিপক্ষেও প্রথম লেগের ম্যাচে ৮১ মিনিটে গোল করে জয় এনে দেন ‘সিআর সেভেন’। এবার অবশ্য জেতাতে পারেননি, তবে যোগ করা সময়ে রোনালদো লক্ষ্যভেদ না করলে ম্যাচটিতে হেরেই যেত ম্যানইউ।
দারুণ পারফরম্যান্সের পর চারপাশ থেকে এখন বেশ প্রশংসার বাণীও শুনছেন রোনালদো। এমনকি এই ড্রয়ে হুমকিতে থাকা চাকরি আরেকবার বিপদমুক্ত করলেন কোচ সুলশার। ম্যাচের পর সুলশার বলেন, ‘রোনালদো একজন নেতা। গোল করাই তার কাজ। দুটি গোল হজম করায় মোটেও খুশি নই। কিন্তু সে যেসব মুহূর্তের জন্ম দিয়ে আমাদের বাঁচিয়ে দেয়, আমি নিশ্চিত শিকাগো বুলসেরও মাইকেল জর্ডানকে পেয়ে একই অনুভূতি হতো।’
এই ড্রয়ে এখন গ্রুপ ‘এফ’-এ শীর্ষ স্থানও ধরে রাখল ম্যানইউ। অন্য ম্যাচে ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে দুই নম্বরে আছে ভিয়ারিয়াল।